Logo
Logo
×

সারাদেশ

অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করলেন ম্যাজিস্ট্রেট

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৪৯ পিএম

অবরুদ্ধ শিক্ষককে উদ্ধার করলেন ম্যাজিস্ট্রেট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষার্থীদের তোপের মুখে অবরুদ্ধ হন উপজেলার ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগম। সোমবার বেলা ১২টার দিকে তিনি বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা তাকে বাধা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা তাকে ঘিরে রাখে এবং পদত্যাগ করতে বলে।

খবর পেয়ে বেলা দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসেন।

এর আগে রোববার সকালে সেলিনা বেগমের বরখাস্তের দাবিতে বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে মোছা. সেলিনা বেগমের দায়ের করা মামলায় মানসিক নির্যাতনে বিদ্যালয়ের ভূমিদাতা ও সাবেক সভাপতি আবুল বাশার ওরফে মো. মোবারক হোসেনের মৃত্যু হয়েছে। গত ১০ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তারা সেলিনা বেগমকে শিক্ষক হিসেবে চায় না।

তবে সেলিনা বেগম প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটি গত ৫ জুলাই মোছা. সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে যাননি। হঠাৎ করে সোমবার দুপুরে তিনি বিদ্যালয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, সোমবার সকালে তিনি স্কুলে গেলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ওই শিক্ষককে উদ্ধার করার কথা নিশ্চিত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম