আমরা হজের খরচ কমিয়ে আনতে কাজ করছি: ধর্ম উপদেষ্টা
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা হজের খরচ কমিয়ে আনতে কাজ করছি। আর আপনাদের সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আগামী বুধবার হজের খরচ কমিয়ে দুইটি প্যাকেজ ঘোষণা করা হবে। একটি পবিত্র কাবা থেকে ১ থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং অন্যটি পবিত্র কাবা শরীফ থেকে আড়াই থেকে ৩ কিলোমিটারের মধ্যে। আসা যাওয়ার জন্য পাসপোর্ট থাকবে, থাকার জন্য ভালো রুম থাকবে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এবারের হজযাত্রায় হাজিদের চিকিৎসার জন্য ২০০ জন মেডিকেল স্টাফ থাকবে। এদের মধ্যে ৮০ জন এববিবিএস ডাক্তার, ফার্মাসিস্ট, টেকনেশিয়ান ও নার্স নেওয়া হবে। সেই সাথে ১ কোটি টাকার মেডিসিন নেওয়া হবে। এসবের টাকা কোনো হাজিদের দিতে হবে না।
সোমবার বিকাল ৩টায় দিনাজপুরের হিলির আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ শামসুল হুদা খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য তিনি আরও বলেন, দেশ প্রেম না থাকলে দেশের প্রতি ভালোবাসা থাকে না। এই জন্য দেশপ্রেম থাকা জরুরি।