বগুড়া সদরের সাবেক এমপির দেহরক্ষী যুবলীগ কর্মী নাহিদ গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৩২ পিএম
বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর ‘দেহরক্ষী’ হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদ (৩৮) ধরা পড়েছেন।
সোমবার দুপুরে মোটরসাইকেলে অনুসরণকারী যুবকরা তাকে শহরের মফিজ পাগলার মোড় এলাকায় আটক করে মারধর করতে থাকেন। খবর পেয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে তিনটি হত্যাসহ পাঁচ মামলার আসামি দেখানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদ বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।
সোমবার দুপুরে তিনি রিকশায় শহরের শেরপুর সড়ক দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে পৌঁছলে মোটরসাইকেলে আসা কিছু যুবক পথরোধ করে তাকে মারপিট শুরু করেন। পরে জামায়াতের এক নেতা ডিবি পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে গ্রেফতার করা হয়।
বিকালে ডিবি ওসি মোস্তাফিজ হাসান জানান, যুবলীগ কর্মী নাহিদ ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ আরও দুটি হত্যা ও দুটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্র জানায়, গত ২০১৩ সালের ৩১ জানুয়ারি বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় শিবির নেতা আবু রুহানীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দীর্ঘ ১১ বছর পর সম্প্রতি সদর থানায় হত্যা মামলা হয়েছে।