Logo
Logo
×

সারাদেশ

২৮ অক্টোবর নৃশংস হত্যার বিচার দাবিতে সমাবেশ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:১০ পিএম

২৮ অক্টোবর নৃশংস হত্যার বিচার দাবিতে সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগসহ ১৪ দলের লগি-বৈঠার নৃশংস তাণ্ডবের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে রংপুর মহানগরীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখার নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, স্থল বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যপক আবুল হাশেম বাদল, শ্রমিক কল্যাণ মহানগর সভাপতি শরিফুল ইসলাম, জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির আনোয়ারুল হক কাজল, প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট কাওছার আলী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, মহানগর তাজহাট থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম,  হাজীর হাট থানা আমির বেলাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য আল আমিন হাসান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি গোলাম জাকারিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি সোহেল রানা প্রমুখ। 

বক্তারা বলেন, ফ্যসিস্ট আওয়ামী লীগের খুনিরা এদেশের হাজার হাজার ইসলাম প্রিয় সাধারণ মানুষের ওপর ফ্যসিবাদী জুলুম নিপীড়ন চালিয়ে হত্যা করে পৈচাশিক রাজত্ব কায়েম করেছিল। আল্লাহ রাব্বুল আল আমীন ছাত্র-জনতার উসিলায় তাদের দেশান্তরিত করে সকল অহংকার ভেঙে ফেলেছে। লগি বৈঠার নৃশংস তাণ্ডবের খুনিসহ সব খুনিদের বিচারের দাবি জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী শান্তিপ্রিয় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সব খুনির বিচারসহ এ দেশে কোরআনের রাজ কায়েম করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম