Logo
Logo
×

সারাদেশ

কারমাইকেল কলেজের বন্ধ হল চালু

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ পিএম

কারমাইকেল কলেজের বন্ধ হল চালু

রংপুরের কারমাইকেল কলেজের বন্ধ হল চালু হয়েছে। পরিবহণ সংকট নিরসন, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার্থীদের নিরাপত্তা স্বাস্থ্য কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগসহ ৮ দফা দাবিতে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক কমিটি।

সোমবার দুপুরে কারমাইকেল কলেজের অধ্যক্ষে প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানের কক্ষে বৈঠকে অংশ নেয় জাতীয় নাগরিক কমিটির রংপুরের সমন্বয়ক আলমগীর নয়নের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

এ সময় ছাত্র সংসদ চালু করে অবিলম্বে নির্বাচন, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ফাড়ি স্থাপন, বন্ধ হল চালু এবং নতুন হল নির্মাণ, ক্যাম্পাসের কাঁচা রাস্তা পাকাকরণ, ক্যান্টিন চালু, সেমিনারে নতুন বই এবং পরিবহণ সংকটের দ্রুত সমাধান নিয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয় অবিলম্বে এসব দাবি পূরণের কার্যক্রম শুরু করা না হলে আন্দোলনে যাবে তারা। 

জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক আলমগীর হোসেন নয়ন বলেন,পরিবহণ সংকট নিরসনে কার্যকরী উদ্যোগ নিতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে এক নায়কতন্ত্র কায়েম করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য কলেজের অধ্যক্ষকে জোর দাবি জানান তারা।  

এ বিষয়ে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবিসমূহ যৌক্তিক। হল নির্মাণ করা ছিল কিন্তু চালু ছিল না। এর মধ্যে একটি হল আমি এই কলেজে যোগদানের আগেই কিছুসংখ্যক শিক্ষার্থী উঠেছিল পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলেছি। মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা হলে অংশগ্রহণ করবে। 

তিনি আরও বলেন, লাইব্রেরি অবশ্যই পড়াশোনার জায়গা। শিক্ষকরা যে গ্রুপ স্টাডি করবে নিজের পড়াশোনা করবে। এর জন্য আলাদা জায়গা ব্যবস্থা করা হবে। বৈষম্য নিরসনের জন্য কলেজের একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম