Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদের ‘স্বস্তির বাজারে’ ভোক্তাদের স্বস্তি

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম

ছাত্রদের ‘স্বস্তির বাজারে’ ভোক্তাদের স্বস্তি

স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে একদল তরুণ। বাজারের নাম দিয়েছে ‘স্বস্তির বাজার’। এখান থেকে বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে পণ্য কিনতে পারছেন ভোক্তারা।

সোমবার রায়পুর ট্রাফিক মোড়ে পুলিশ বক্সে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আলু, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, ডিম, পটোল, লাউ, কাঁচামরিচ, শসা, পেঁপেসহ নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য সুলভমূল্যে ভোক্তাদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান, খাদ্য কর্মকর্তা মাইনুল হোসেন, সাংবাদিক তাবারক হোসেন আজাদসহ বৈষম্যবিরোধী ছাত্র নেতারা।

উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কার্যক্রমটি পরিচালনা করছে একদল তরুণ। তারা জানান, প্রাথমিকভাবে আগামী সাত দিন এই কার্যক্রম চলমান থাকবে। পরবর্তীতে সময়সীমা বাড়ানো হবে।

সরেজমিন দেখা যায়, প্রথমদিনে কিছু পণ্য কেনা দামে, কিছু লসে ও কিছু ন্যূনতম লাভে বিক্রি করা হয়েছে। ক্রেতার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিন আলু ৫৬ টাকা কেজি, পেঁয়াজ ৯০ টাকা কেজি, রসুন ২১৫ টাকা, পেঁপে ২৫ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, লাউ প্রতি পিস ৩৫ টাকা, ডিম প্রতি পিস ১১ টাকা, পটল ৩৫ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, শিম ১৩০ টাকা ও কলা ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জোবায়ের হোসেন বলেন, বর্তমানে অধিকাংশ পণ্যের দাম চড়া। ভোক্তাদের দুর্ভোগ কমাতে এবং বাজার সিন্ডিকেট ভেঙে দিতেই আমরা এ কার্যক্রম শুরু করেছি। কিছু পণ্য লসে আর কিছু পণ্য ন্যূনতম লাভে বিক্রি করা হচ্ছে।

তিনি আরও বলেন, এক সপ্তাহ এই ক্যাম্পেইন চলবে। সবাইকে স্বস্তির বাজার থেকে পণ্য কিনতে অনুরোধ করছি।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. যোবায়ের, মোতালেব হোসেন, আলআমিন, মো. সাব্বির, সিয়াম হোসেন ও  মো. নবিন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম