Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে আ.লীগের যুগ্ম সম্পাদক অবসর গ্রেফতার

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম

জয়পুরহাটে আ.লীগের যুগ্ম সম্পাদক অবসর গ্রেফতার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে তাকে জয়পুরহাট শহরের আলহেরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

গোলাম মাহফুজ চৌধুরী অবসর জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ চকবিলা গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা গোলাম রসুল চৌধুরীর ছেলে ও সাবেক আক্কেলপুর পৌরসভার মেয়র। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জয়পুরহাটে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৩০ নম্বর আসামি  করা হয়।

এছাড়া গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় জয়পুরহাট সদর থানা এলাকায় গুলিতে মেহেদি নামে এক অটোচালক মারা গেলে ওই ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। এ দুটি হত্যা মামলা ছাড়াও তিনি জয়পুরহাট সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় দায়ের করা নাশকতা মামলারও আসামি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন তার গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আওয়ামী লীগ নেতা অবসর চৌধুরীকে শহরের আল-হেরা আবাসিক এলাকার  নিজ বাসা থেকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম