Logo
Logo
×

সারাদেশ

ব্যাংক কর্মকর্তাকে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার ৪

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:০৬ পিএম

ব্যাংক কর্মকর্তাকে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার ৪

লক্ষ্মীপুরের রামগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক রবিনকে মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক রামগঞ্জ উপজেলার ৪ সাংবাদিককে গ্রেফতার দেখানো হয়েছে। 

গ্রেফতাররা হলেন- জাকির হোসেন মোস্তান, বেলায়েত হোসেন বাচ্চু, জাকির হোসেন সুমন ও শাখায়াত হোসেন জাহাঙ্গীর।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সকালে নিহত রবিনের স্ত্রী শাহনাজ আক্তার রিমু বাদী হয়ে রামগঞ্জ থানায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে রবিনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামছে না স্বজনদের।

গ্রেফতার জাকির ইত্তেফাক, বাচ্চু যায়যায়দিন, সুমন সমকাল ও জাহাঙ্গীর মানবকণ্ঠে রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। 

নিহত ব্যাংক কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার তাহের আহম্মদ পাটওয়ারী বাড়ির মোস্তফা কামালের ছেলে।

নিহত ব্যাংক কর্মকর্তার স্ত্রী শাহনাজ আক্তার রিমু বলেন, অভিযুক্তরা সংবাদ প্রকাশের হুমকি দিয়ে রবিনের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে। ঘটনার দিন ওই টাকার জন্য তারা তাকে চাপ দেয়। এ চাপ সহ্য করতে না পেরে তিনি বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। অভিযুক্তদের হুমকি-ধমকির কারণেই ঘটনাটি ঘটেছে। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

জানা গেছে, রোববার (২৭ অক্টোবর) দুপুরে রামগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত ৫ তলা ভবনের ছাদ থেকে ঝাপ দিয়ে নিচে পড়ে রবিন মারা যান। এ ঘটনায় রাতেই অভিযুক্তদের আটক করা হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ব্যাংক কর্মকর্তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম