Logo
Logo
×

সারাদেশ

জেলেদের সঙ্গে সংঘর্ষ, পদ্মায় নিখোঁজ ২ পুলিশ সদস্য

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পিএম

জেলেদের সঙ্গে সংঘর্ষ, পদ্মায় নিখোঁজ ২ পুলিশ সদস্য

কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহের পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে পুলিশের দুই এএসআই নিখোঁজ হয়েছেন। রোববার গভীর রাতে শিলাইদহ ইউনিয়নের শিলাইদহের পদ্মানদীতে এই ঘটনা ঘটে। 

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পর্যন্ত নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার করতে পারেননি। নিখোঁজ পুলিশ সদস্যরা হলেন- কুমারখালী থানার এএসআই মুকুল ও এএসআই সদরুল। 

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ হোসেন জানান, পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে দুই  পুলিশ সদস্য নিখোঁজের বিষয়ে কুমারখালী থানার ওসি ম্যাসেজ দেন। ম্যাসেজের ভিত্তিতে শিলাইদহের পদ্মা নদীতে তারা নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে কুমারখালী থানা পুলিশ পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গেলে জেলেদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলেরা পুলিশের নৌকা ডুবিয়ে দেয়। এসময় নৌকায় থাকা অন্যান্য পুলিশ সদস্যরা সাঁতরে পাড়ে উঠলেও পুলিশের দুই এএসআই নিখোঁজ রয়েছেন।

কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গতকাল বিকাল ৫ টা পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন। রাতে তাদের কোন অভিযান ছিল না বলে জানান।

কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, চরসাদিপুর ইউনিয়নে ওয়ারেন্টের আসামি গ্রেফতারের জন্য রোববার গভীর রাতে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। চরসাদিপুর যাওয়ার পথে পদ্মা নদী পার হওয়ার সময় পুলিশের নৌকার সঙ্গে অপরিচিত একটি নৌকার সংঘর্ষ হয়। এসময় পুলিশের নৌকা তলিয়ে গেলে ৪ পুলিশ সদস্য সাঁতরে পাড়ে উঠলেও দুজন এএসআই,র কোন সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম