মধুপুরে ২৪ ঘণ্টায় দুই নারীর লাশ উদ্ধার
মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০২:৪৭ এএম
দুই নারীর লাশ উদ্ধার
টাঙ্গাইলের মধুপুরের একই ইউনিয়ন থেকে গত ২৪ ঘণ্টায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি উপজেলার মহিষমারা ইউনিয়নের। রোববার ভোর ৩টার দিকে মহিষমারা গ্রামের শফিকুল ইসলামের কিশোরী মেয়ে সাদিয়া আফরিন স্বর্ণার (১৪) লাশ উদ্ধার করে। দুপুরে স্বর্ণার লাশ মর্গে পাঠিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর শালিকা গ্রামের আনারস বাগানে ফুলবানু (৫৬) নামের আরেক নারীর উপুড় হয়ে পড়ে থাকা লাশের সন্ধান মিলে। ফুলবানু ওই গ্রামের আব্দুল বাছেদ বাচ্চুর স্ত্রী। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, আব্দুল বাছেদ বাচ্চুর স্ত্রী ফুলবানু গরুর ঘাস কাটতে দুপুরে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় নিখোঁজ থাকেন। সন্ধ্যার দিকে বাড়ি থেকে প্রায় আধা কি.মি. দূরের পিন্টুদের বাড়ির পিছনের বাগানে উপুড় হয়ে পড়ে থাকা ফুলবানুর লাশ পাওয়া যায়। পুলিশে খবর দিলে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে মধুপুর থানার আলোকদিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক বাসু জানান, পারিবারিক কলহে বাড়ি ছাড়া হয়ে কালিয়াকৈরের এক গার্মেন্টেসে সাদিয়া আফরিন স্বর্ণা কাজ করতো। কয়েকদিন আগে সেখানে কীটনাশক পানে সে আত্মহত্যার চেষ্টা করে। মির্জাপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে স্বর্ণা মহিষমারা নানীর বাড়িতে আসে। সেখানে শনিবার মধ্যরাতে তার মৃত্যু হয়। রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার থানায় এনে বেলা ১২টার দিকে মর্গে পোস্ট মর্টেম হয়।
মধুপুর থানার ওসি এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুটি ঘটনার একটি ইউডি মামরা হয়েছে। অপরটির আইনী প্রক্রিয়া হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক তথ্য বলা যাচ্ছে না।