নাতনির সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, ৮০ হাজার টাকায় ছাড় পেলেন কাজি
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১১:১৭ পিএম
রাজশাহীর তানোরে কথিত নাতনির সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেন গ্রামবাসী। পরে ৮০ হাজার টাকা জরিমানায় রক্ষা পেয়েছেন বাবু নামের এক কাজি বলে অভিযোগ উঠেছে।
এ খবর ছড়িয়ে পড়লে ঘটনার দিন থেকে কাজির কাণ্ড টক অব দ্য তানোরে পরিণত হয়েছে।
সোমবার দিবাগত রাতে তানোর পৌর এলাকার আমশো মহল্লায় এ ঘটনা ঘটেছে। বাবু কাজির লাইসেন্স বাতিল ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মহল্লাবাসী।
স্থানীয়রা জানান, বাবু কাজির বিরুদ্ধে এর আগেও একাধিকবার নারী কেলেঙ্কারির অভিযোগ উঠে। আত্মসম্মানের কথা বিবেচনা করে কেউ কোনো প্রতিবাদ করেনি। রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের (নিকাহ রেজিস্ট্রার) বাবু কাজি; কিন্তু এবার শেষ রক্ষা হয়নি। গ্রামবাসীর কাছে উত্তম-মধ্যম শেষে ৮০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার কাজি মার্কেটের স্বত্বাধিকারী প্রয়াত মনিরুদ্দিন কাজির পুত্র বাবু কাজি আমশো মহল্লার জনৈক নারীর (কথিত নাতনি) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। এদিকে গোপনে ওই নারীর বাড়িতে বাবু কাজির নিয়মিত যাতায়াতে জনসাধারণের মনে সন্দেহের সৃষ্টি হয়। তারা বাবু কাজির গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সোমবার আমশো মহল্লায় জনৈক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় বাবু কাজিকে আটক করেন গ্রামবাসী। এসময় তাকে পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে তিনি গ্রামবাসীর হাতে-পায়ে ধরে ৮০ হাজার টাকা জরিমানা দিয়ে এ অপরাধ থেকে রক্ষা পান।
এ বিষয়ে জানতে চাইলে বাবু কাজি জানান, জনৈক নারী তাকে ছায়া-ব্লাউজ নিয়ে বাড়িতে যেতে বলেছিল। সেজন্য আমি ছায়া ব্লাউজ নিয়ে তার বাড়িতে যাই। সম্পর্কে সে আমার নাতনি হয়, কিন্তু গ্রামের কিছু লোকজন আমাকে জোরপূর্বক আটক করে ৮০ হাজার টাকা জরিমানা নিয়ে ছাড়েন।
এ ব্যাপারে তানোর থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।