গৌরীপুরে ভিমরুলের কামড়ে আহত ৩৫
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শ্যামগঞ্জ-গৌরীপুর সড়কের গাভীশিমুল এলাকায় রোববার ভিমরুলের কামড়ে ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর গৌরীপুর হাসপাতালে ৮ জন ভর্তি হন।
পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের গৌরীপুর উপজেলার মাঠকর্মী আহত ফেরদৌসী বেগম জানান, লামাপাড়া থেকে অটোরিকশাযোগে রোগীদের নিয়ে আসার সময় গাভীশিমুল বড় মসজিদের সামনে আসতেই প্রায় ৬০-৭০টি ভিমরুল অটোরিকশার ভিতরে ঢুকে আমি ও ৪০ দিন বয়সের একটি শিশুসহ ৮ জনকে কামড়ায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. হারুন-অর-রশিদ জানান, ভিমরুলের কামড়ে গুরুতর আহত রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আ. খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাতসহ (২১) ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একজনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
এদিকে রাস্তার পথচারীদের আক্রমণ করায় ভিমরুলের ভয়ে গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা পরে ভিমরুল সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শী শ্যামগঞ্জের আব্দুল বারেক জানান, ভিমরুলের ভয়ে রাস্তায় প্রায় দেড় ঘণ্টা বসে ছিলাম।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, এ সড়কে প্রায়ই ভিমরুলে আক্রমণ করে। তবে আজকে অনেকগুলো একসঙ্গে আক্রমণ করায় যাত্রীরা ভয়ে আতঙ্কে চলাচল বন্ধ করে দেন।