Logo
Logo
×

সারাদেশ

কেনা দামেই নিত্যপণ্য বিক্রি করছেন শিক্ষার্থীরা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম

কেনা দামেই নিত্যপণ্য বিক্রি করছেন শিক্ষার্থীরা

খুলনায় বাজার সিন্ডিকেট দমনে ও জনমনে স্বস্তি ফেরাতে বিনা লাভের দোকান শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

প্রাথমিকভাবে নগরীর শিববাড়ি মোড়, বয়রা বাজার, নতুন বাজার মোড়, গল্লামারী হল রোড মোড়, দৌলতপুর বাস স্ট্যান্ড ও চিত্রালী মোড়ে বসানো হয়েছে এই দোকান।

প্রতিদিন ক্রেতারা এসে সকাল ৬টা থেকে বেলা ১১টা ও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই দোকান থেকে সবজিসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। যার মধ্যে আছে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, লাউ লালশাকসহ বিভিন্ন ধরনের সবজি। কম মূলে এসব পণ্য কিনে খুশি ক্রেতারা।

উদ্যোক্তরা জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখে আগামী বিক্রয় কেন্দ্র ও পণ্যের সংখ্যা বাড়ানো হবে। এখানে আমরা বাজার থেকে কেনা দামেই পণ্য বিক্রি করছি। আমরা চাই বাজার ব্যবস্থায় কোনো সিন্ডিকেট থাকবে না। এতে করে মানুষের স্বস্তি আসবে এবং কৃষক লাভবান হবে। এজন্য প্রসাশনেরও সহযোগিতা প্রয়োজন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম