Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি ফজলে করিমের ফাঁসি চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:৪২ পিএম

সাবেক এমপি ফজলে করিমের ফাঁসি চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ-সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বিক্ষোভ সমাবেশে তিনি ছাড়াও সাবেক স্ত্রী রিজোয়ানা ইউসুফ ও ছেলে ফারাজ করিম চৌধুরীকে গ্রেফতারের দাবি জানানো হয়। রোববার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিলে স্লোগান দেওয়া হয়-‘অনলাইনে কিসের কোর্ট, প্রশাসন জবাব চাই’, ‘ফজলে করিমের টাকার গোলাম, প্রশাসন তোমায় সালাম’, ‘বিচার বিচার বিচার চাই, জুইন্নার বিচার চাই।’ মিছিলের একপর্যায়ে ফজলে করিমের ছবিযুক্ত ব্যানার পদদলিত ও জুতা নিক্ষেপ করা হয়।

বিক্ষোভে ফজলে করিমকে বিশেষ সুবিধায় ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মিছিলের সামনে বহন করা হয় ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ও চট্টগ্রামের সর্বস্তরের জনগণ’ নামের ব্যানার। মিছিলের একপর্যায়ে যোগ দেন আইনজীবীরা। তারা বলেন, ফজলে করিমকে কারাগার থেকে আদালতে হাজির না করে ভার্চুয়াল মাধ্যমে মামলার শুনানি করা হচ্ছে। আদালতের এ ধরনের শুনানির আদেশ বাতিল করতে হবে। অন্যথায় এই নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভে বক্তারা বলেন, ২১ জুলাই স্থানীয় একটি দৈনিকে ফজলে করিম ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামকে পাহারা দিতে রাউজানবাসী যথেষ্ট। তার বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর পরোক্ষ হুমকিও দিয়েছিলেন। রাউজানের সন্ত্রাসীরা ছাত্রদের ওপর হামলা করেছিল। ফজলে করিমের পাথরঘাটার বাসা থেকে হামলায় অস্ত্র সরবরাহ করা হয়েছিল। ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার করে বিজিবি। তার বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম