এক ঘণ্টার শিক্ষা কর্মকর্তা রত্না মুণ্ডা
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম
খুলনার কয়রা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে এক ঘণ্টার জন্য দায়িত্ব পান সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রত্না মুণ্ডা।
উপকূলীয় জনপদ খুলনার কয়রায় টেকওভার শীর্ষক এক মত বিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের কাছ থেকে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব নেন তিনি।
দায়িত্ব নিয়েই রত্না মুণ্ডা জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা উপকূলের কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন সরবররাহ, মুণ্ডা কমিউনিটিতে প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা, শিশু শ্রম বন্ধ, শিশু নির্যাতন, বাল্য বিবাহ বন্ধ, মুণ্ডা শিশু কিশোরদের উপবৃত্তি প্রদান, শিক্ষার হার বৃদ্ধি করাসহ বিদ্যালয়ে স্বাস্থ্য উপকরণ বিতরণের নির্দেশনা দেন।
প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিত্রাণের উদ্যোগে শনিবার সকাল ১০টায় কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় আয়োজন করা হয়।
গার্লস টেকওভার শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আ. মালেক, সদর উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আনিছুর রহমান, মো. আল আমিন ফরহাদ, উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুণ্ডা প্রমুখ।