Logo
Logo
×

সারাদেশ

আলমডাঙ্গায় বাবা ছেলে হত্যার ২৫ বছর পর মামলা

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৫:২৫ এএম

আলমডাঙ্গায় বাবা ছেলে হত্যার ২৫ বছর পর মামলা

আলমডাঙ্গায় ২৫ বছর আগে বাবা-ছেলে খুনের ঘটনায় আদালতে মামলা হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী এসএ হৃদয়। শনিবার চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

বৃহস্পতিবার আলমডাঙ্গা থানা আমলি আদালতে দুজনের নাম উলে­খসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে এ মামলা করা হয়। আসামিরা চরমপন্থি দলের সদস্য বলে এজাহারে উলে­খ করা হয়েছে। নিহত দুজন হলেন-আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামের রহিম বক্স ও ছেলে শফিউল ইসলাম।

মামলার বাদী এসএ হৃদয় নিহত শফিউল ইসলামের ছেলে। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আসামি হিসাবে নাম উলে­খ করা দুজন হলেন-উপজেলার মধুপুর গ্রামের বাবলুর রহমান ও খেজুরতলা গ্রামের মুঞ্জুর আলী।

১৯৯৯ সালের ১৬ জানুয়ারি এই জোড়া খুনের ঘটনা ঘটে। মামলার বর্ণনায় বাদী উলে­খ করেছেন, আসামিরা এলাকার চরমপন্থি দলের সদস্য। এজাহারনামীয় দুই আসামি ১৯৯৮ সালে বাবা-ছেলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ১৯৯৯ সালের ১৬ জানুয়ারি রাতে শফিউল ইসলাম ও তারা বাবা রহিম বক্সকে বাড়ির উঠানে রামদা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম