শ্রীপুরে দোকান দখল
বহিষ্কার হয়েও থেমে নেই কাজল ফকির
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০১:৩৬ এএম
গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকার তাইজদ্দিন, রিয়াজ উদ্দিন আহাম্মেদ ডিলার ও বহিষ্কৃত শ্রমিক দল নেতা কাজল ফকিরের বিরুদ্ধে অন্যের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি নিজ দলীয় নেতাকর্মীদের পিটিয়ে আহত করার ঘটনায় কাজল ফকিরকে দল বহিষ্কার করলেও থেমে নেই তার লাঠিয়াল বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড।
শ্রীপুর মডেল থানায় দাখিল করা এক অভিযোগের ভিত্তিতে জানা গেছে, মাওনা চৌরাস্তা কাঁচামালের আড়তদার বেলাল সরকারের কয়েকটি দোকানঘর শুক্রবার জোরপূর্বক দখল করে রিয়াজ সরকার ও তার সহযোগীরা। অভিযোগ আছে, ‘মাওনা এলাকার আতঙ্ক’ কাজল ফকিরের লাঠিয়াল বাহিনী দিয়ে ওই দোকানঘরগুলোর মালামাল লুটপাটের পর দখল করে নেওয়া হয়। এ ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী বেলাল সরকারের স্ত্রী মোছা. শিল্পী আক্তার বাদী হয়ে শনিবার রিয়াজ ডিলার, কাজল ফকির ও সহযোগীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।
স্থানীয়রা জানান, মাওনা শিল্পাঞ্চল এলাকার আতঙ্কের নাম কাজল ফকির। ২৫ সেপ্টেম্বর শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নিজ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায় কাজল বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিকদলের আহ্বায়কের পদ থেকে কাজল ফকিরকে বহিষ্কার করা হয়। দল তাকে বহিষ্কার করলেও থেমে নেই কাজল ফকির ও তার লাঠিয়াল বাহিনী। গাজীপুরের মাওনা শিল্পাঞ্চল এলাকায় যেখানেই দখলদারিত্বের সংবাদ সেখানেই কাজল ফকিরের লাঠিয়াল বাহিনী। এই লাঠিয়াল বাহিনী ভাড়া করে অনেককেই সর্বস্বান্ত করা হয়েছে। অভিযুক্ত রিয়াজ উদ্দিন আহাম্মেদ বলেন, তাদের জমি বেলাল সরকার পূর্বে দখলে নিয়েছিল। তাই আমরা আমাদের জমি আবার ফিরিয়ে নিয়েছি।
কাজল ফকির তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যুগান্তরকে বলেন, মাওনার কাঁচামালের আড়তে দোকানঘর দখলের বিষয়ে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। ওই জমি আমারও না। তাই সেখানে আমার যাওয়ার কোনো কারণ নেই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।