প্রতিবন্ধীকে হত্যা মামলায় জড়িয়ে স্বীকারোক্তি, এসআইয়ের শাস্তি দাবি
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম
নাচোলে একটি হত্যা মামলায় প্রতিবন্ধী যুবককে জড়িয়ে স্বীকারোক্তি নিয়ে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে ভুক্তভোগীর পরিবারের পক্ষে ওই যুবকের মামা সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার নাচোল সাবরেজিস্ট্রি অফিস চত্বরে এ সংবাদ ভুক্তভোগীর মামা তরিকুল ইসলাম জানান, পাহাড়পুর গ্রামের সাইদ আলীর ছেলে আব্দুল হান্নানকে গত ২৮ সেপ্টেম্বর তার পাঁচ সহযোগী পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারধর করে। পরে তার স্বজনরা আহত হান্নানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করলে গত ১২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ১২ অক্টোবর নিহতের ভাই আব্দুর রশিদ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে টানু আলীর ছেলে প্রতিবন্ধী আব্দুর রাজ্জাকের নাম ছিল না। মামলার পাঁচ আসামি সবাই আ.লীগ নেতাকর্মী।
এজাহারে উলিখিত ৫নং আসামি প্রভাবশালী আ.লীগ নেতার দ্বারা প্রভাবিত হয়ে ও অর্থের বিনিময়ে নিরীহ প্রতিবন্ধী আব্দুর রাজ্জাককে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই দেওয়ান মো. আলমগীর হোসেন গত ২১ অক্টোবর তার বাড়ি থেকে আটক করেন।
পরে তাকে থানায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি নিয়ে হত্যা মামলায় জড়িয়ে ২২ অক্টোবর জেলহাজতে পাঠান। তদন্তকারী কর্মকর্তা থানার এসআই দেওয়ান মো. আলমগীর হোসেন জানান, মামলার তদন্তের স্বার্থে আব্দুর রাজ্জাককে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।