Logo
Logo
×

সারাদেশ

যশোরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসকের শাস্তির দাবি

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম

যশোরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, চিকিৎসকের শাস্তির দাবি

যশোরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে দেশ ক্লিনিকের লাইসেন্স বাতিল ও জড়িত মালিক ও চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

শনিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে ভিকটিম তাজরিন সুলতানা রুকুর চাচা মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা আবদুল আলিম এ সংবাদ সম্মেলন করেন।

আবদুল আলিমের অভিযোগ, ১৬ মে রাত ১১টায় প্রসূতি তাজরিন সুলতানা রুকুকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক না থাকায় জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে মনিরামপুর সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। তারা রুকুকে সেখানে ভর্তি করতে বলে। কিন্তু আমরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  নিয়ে যাই। সেখানে কিছু দালালের খপ্পরে পড়ে দেশ ক্লিনিকে নিয়ে ভর্তি করি। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। 

১৭ মে ভোরে ডাক্তার সন্দীপ কুমার পাল ওরফে এসকে পাল এসে রুকুর সিজার করেন। কন্যা সন্তান জন্ম হয়। ১৮ মে সকাল থেকে প্রসূতির অস্বাভাবিক পেট ফোলা শুরু হয়। 

বিকালে ডা. শাহীন কবির এসে রোগী দেখে নার্সদের বলেন-রোগীর পেটে গ্যাস হচ্ছে। সব ওষুধ পালটে দাও। নতুন ওষুধ সেবনের পর রোগীর অবস্থা আরও খারাপ হয়। ২০মে ভোরে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম