Logo
Logo
×

সারাদেশ

শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছে: মামুনুল হক

Icon

চট্টগ্রাম ব্যুরো ও ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:২৮ পিএম

শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি কায়েম করেছিলেন। তার বাবার মৃত্যুর পর তিনি এই রাজনীতি শুরু করেন।

তিনি আরও বলেন, ১৫ আগস্টের প্রতিশোধ নিতে তিনি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে জাতির কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন। এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকেও তিনি প্রতিশোধ নিয়েছেন। তা না হলে তিনি এভাবে পালিয়ে যেতেন না। পালিয়ে গেলেও বাংলাদেশে জুলাই-আগস্টের গণহত্যা, ছাত্র হত্যা, শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মী হত্যাসহ সব হত্যার জন্য দায়ী ‘খুনি’ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।

খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার উদ্যোগে শনিবার বিকালে চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী রাজনীতি  পুনঃপ্রতিষ্ঠার রাস্তা যাতে চিরতরে বাংলাদেশে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নতুন স্বাধীনতা যাতে হাতছাড়া হয়ে না যায় সেজন্য বিএনপিসহ ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের নায়েবে আমির আল্লামা আলী উসমানের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী প্রমুখ।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফেনীর মিজান ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালত সম্মেলনে যোগ দেন মামুনুল হক। হেফাজতে ইসলাম ফেনী জেলার সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুকের পরিচালনায় সম্মেলনে মামুনুল হক ছাড়াও বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির মুহিববুল্লাহ বাবুনগরী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম