পলাশে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:১২ পিএম
ছবি: সংগৃহীত
নরসিংদীর পলাশের ঘোড়াশাল হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় আরমিনা বেগম (২৫) নামে এক প্রসূতি এবং তার গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, ওই হাসপাতালের চিকিৎসক তানভীরের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় মৃত্যুর ঘটনা ঘটে। মৃত আরমিনা উপজেলার শান্তানপাড়া গ্রামের মাহফুজের স্ত্রী। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ গা-ঢাকা দিয়েছে।
নিহতের স্বামী বলেন, আমার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে শনিবার সকালে ওই হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরমিনাকে দ্রুত সিজারের জন্য ওটিতে নিয়ে যান চিকিৎসক ও হাসপাতালের পরিচালক তানভির আহমেদ। সেখানে অস্ত্রোপচারের আগে ভুলভাবে আমার স্ত্রীর শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করেন। অ্যানেসথেসিয়া পরিমাণমতো না হওয়ায় সে মারা যায়। অস্ত্রোপচার কক্ষে নেওয়ার পর দীর্ঘ সময় পার হলে আমরা রোগীর অবস্থা জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক অনীহা প্রকাশ করেন। আমরা জোর করে অস্ত্রোপচার কক্ষে ঢুকে আমার স্ত্রীর নিথর দেহ দেখতে পাই।
মাহফুজ আরও বলেন, অস্ত্রোপচার করে বাচ্চাটিকে বাঁচানোর অনুরোধ করি আমরা। কিন্তু চিকিৎসক পালিয়ে যাওয়ায় প্রসূতি ও গর্ভের সন্তান উভয়েই মারা যায়।
স্থানীয়রা জানান, এই হাসপাতালে এর আগেও ভুল চিকিৎসার কারণে একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. স্বপন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।