পুকুরে লাফ দিয়েও রক্ষা হয়নি মৎস্যজীবী লীগ নেতার
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে লাফ দিয়ে ও শেষ রক্ষা হলোনা আবদুল আজিজ (৫০) নামে এক মৎস্যজীবী লীগ নেতার।
গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মজিদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে তাকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গ্রেফতার হওয়া আবদুল আজিজ লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ও একই উপজেলার সদর ইউনিয়নের মজিদার পাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমানের পুত্র।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অন্যের পুকুরে মাছ চুরিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এলাকায় আলোচিত ছিলেন আবদুল আজিজ।
জানা যায়, শুক্রবার রাতে লোহাগাড়া সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পুকুর থেকে পুলিশ তাকে তুলে গ্রেফতার করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় আবদুল আজিজ এজাহারভুক্ত আসামি। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।