বাংলাদেশি সেই যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে মারা যাওয়া বাংলাদেশি যুবকের লাশ নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বিজিবির হাতে শনিবার দুপুরে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তর রক্ষী বাহিনী (বিএসএফ)। মারা যাওয়ার ব্যক্তি হলেন- শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রিজাউল করিম। সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে শেরপুর সদর থানা।
নেত্রকোনার ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল এএসএম কামরুজ্জামন বলেন, নেত্রকোনা বিজিবি ৩১ এর অধীনস্থ মুন্সিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত পিলার ১১৩৮/৪ এর কাছ দিয়ে ৭ জন বাংলাদেশি নাগরিক ১০০-১৫০ গজ ভারতের অভ্যন্তরে যায়।
এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হলেও ১ জন সেখানে একটি কালভার্ট থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ অক্টোবরে তিনি মারা যান। ভারতে মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মৃত ব্যক্তি শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রিজাউল করিম বলে নিশ্চিত করেছে শেরপুর সদর থানা।
এদিকে শনিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বিজয়পুর বিওপির বিপরীতে বিএসএফ ব্যাটালিয়নের বাগমারা এলসি দিয়ে নেত্রকোনা জেলা পুলিশের মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়।
পরে জেলার দুর্গাপুর থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত করে ওই ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।