রাজনগরে ১৪৯ পরিবারকে টিন দিল জামায়াত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পিএম
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৯টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
শনিবার বিকেল ৩টায় রাজনগর উপজেলা জামায়াতের উদ্যোগে উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এসব ঢেউটিন বিতরণ করা হয়।
রাজনগর উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীনের সভাপতিত্বে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মু. আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নেতা আকরামুজ্জামান খান, কামারচাক ইউনিয়ন জামায়াতের সভাপতি সায়েদ আহমদ, জামায়াত নেতা মাওলানা মুস্তাফিজুর রহমান আজাদ ও মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী নেতাকর্মীরা নিজেদের খারাপ সময়েও চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়াতে। নেতারা জেল-জুলুম-নির্যাতন সহ্য করেও বিভিন্ন সময়ে মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে। কামারচাক ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
তারা বলেন, জামায়াতে ইসলামী বন্যাকবলিত মানুষকে উদ্ধার ও ত্রাণ বিতরণ করেছে। এখন পূনর্বাসনের লক্ষ্যে বাড়িঘর মেরামতের জন্য টিন দিচ্ছে। অসহায় মানুষের সবচেয়ে আস্থার সংগঠন এখন জামায়াতে ইসলামী।