
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:১৮ এএম
ফটিকছড়িতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
চট্টগ্রামের ফটিকছড়িতে সামিয়া (১৮) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সামিয়া পশ্চিম নানপুরের ৪ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামের মেয়ে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার পশ্চিম নানুপুর মনুপণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই মিজান জানান, সকালে তার চাচা মনির হোসেন তাকে মোবাইল ফোনে চাচাতো বোন সামিয়ার বাড়ির পাশে পুকুরে ডুবে যাওয়ার বিষয়টি জানায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নানুপুর মাতৃসদন ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, একজন প্রাপ্তবয়স্ক ও সুস্থ মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ার বিষয়টি রহস্যজনক। কারণ সে সাঁতার জানতো।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, আঠারো-উনিশ বছর বয়সের একটি মেয়েকে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সে পুকুরে ডুবে যায় বলে জানানো হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।