
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম
স্ত্রীর পরকীয়ার জেরে শ্বশুরবাড়িতে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০১:২১ এএম

আরও পড়ুন
কালিয়াকৈরের শ্রীফলতলী ইউনিয়নের সৈয়দপুর গাবতলী এলাকায় শ্বশুরবাড়িতে স্বামী জাহাঙ্গীর আলমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী কানিজ ফাতেমা ওরফে শিফার বিরুদ্ধে।
নিহতের পরিবারের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে উপজেলার গাবতলী এলাকায় শ্বশুরবাড়ি থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সৈয়দপুর গোড়াই এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি মির্জাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি শ্বশুরবাড়িতে থেকে ইট-বালুর ব্যবসা করতেন।
জানা যায়, জাহাঙ্গীরের সঙ্গে গত ৪ মাস আগে কালিয়াকৈরের সৈয়দপুর গাবতলী এলাকার আপন মামা সালাউদ্দিনের মেয়ে কানিজ ফাতেমা ওরফে শিফার পারিবারিকভাবে বিয়ে হয়। জাহাঙ্গীরের সঙ্গে বিয়ের আগে কানিজ ফাতেমা অন্য এক ছেলের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। ১৫ দিন পর মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তারপর বর্তমান স্বামী জাহাঙ্গীরের সঙ্গে বিয়ে হয়। কিন্তু প্রেমিককে না পেয়ে শিফা ইতোমধ্যে কয়েকবার বিষপান করেন বলে জানা গেছে। তারপর থেকেই মেয়ে তার বাবার বাড়িতেই থাকতেন। এরপর থেকে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় জাহাঙ্গীরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ।
এসআই রফিকুল ইসলাম জানান, হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে মৃতের পরিবারের দাবির প্রেক্ষিতে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।