নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নে বিল দখলসংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত হওয়া ব্যক্তি হলেন ওই উপজেলার শিমুলাটি গ্রামের রমজান বিশ্বাসের ছেলে মাসিন বিশ্বাস।
এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আইন উদ্দিন মেম্বারের ছেলে খোকন তালুকদার, জামাল তালুকদার, ইসলাম উদ্দিন তালুকদারের ছেলে জিয়া তালুকদার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কংস নদের ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে বুধবার রাতে মাসিন বিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের ঝগড়া হয়। এ সময় একই এলাকার শামীম বিশ্বাস, আরিফ ভূঁইয়া, আনিস ভূঁইয়া, রাজন বিশ্বাস প্রতিপক্ষের মাসিন বিশ্বাসসহ কয়েকজনের ওপর হামলা চালায়। পরে মারাত্মক আহত মাসিন বিশ্বাসকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে ময়মনসিংহ ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে মারা যান।
নিহত মাসিন বিশ্বাসের ছোট ভাই মাসুম বিশ্বাস বলেন, আমার ভাইসহ কয়েকজনকে প্রতিপক্ষের প্রতিপক্ষের লোকজন কুপিয়ে মারাÍক জখম করে। পরে আমার ভাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।