Logo
Logo
×

সারাদেশ

পুলিশি কার্যক্রম আরও বেগবান করার নির্দেশ আইজিপির

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:৫৭ এএম

পুলিশি কার্যক্রম আরও বেগবান করার নির্দেশ আইজিপির

পুলিশি কার্যক্রম আরও বেগবান করতে সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। শুক্রবার বিকালে পঞ্চগড় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অফিসার ও ফোর্সের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরি করেছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন সমাজ বিনির্মাণের সুযোগ পেয়েছি।

তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ পুলিশকেও গড়ে তুলতে চাই। আমরা নিজেরা অন্যায় করব না, অন্যকেও অন্যায় করার সুযোগ দেব না। আইজিপি বলেন, পুলিশ একটি টিম। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ বাহিনীকে গড়ে তুলতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে পেশাদার আচরণ করতে হবে। তাদের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে হবে। তিনি ফোর্সের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি পুলিশকে কঠোরভাবে শৃঙ্খলা বজায় রাখারও নির্দেশ দেন।

সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও পঞ্চগড়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম