Logo
Logo
×

সারাদেশ

হাসিনাকে নিয়ে গুণকীর্তন, মুচলেকায় ছাড়া পেলেন পাঁচজন

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:২৯ এএম

হাসিনাকে নিয়ে গুণকীর্তন, মুচলেকায় ছাড়া পেলেন পাঁচজন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুণকীর্তন করে অনুষ্ঠানে গান বাজানোয় যশোরে পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। শুক্রবার যশোর জিমনেশিয়ামে ৫ম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে গুণকীর্তন গাওয়ায় তাদেরকে হেফাজতে নেওয়া হয়। হেফাজতে নেওয়ার আট ঘণ্টা পর অবশ্য তাদের আবার মুচলেকায় ছেড়ে দেওয়াও হয়েছে।

তারা হলেন- জয়তি সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠন শেকড়ের সাধারণ সম্পাদক রওশানা আরা রাসু, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগের সদস্য সচিব ইমরান হাসান টুটুল, বাংলাদেশ কারাতে পরিষদ যশোরের সভাপতি হুময়ান কবির ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

সূত্র জানায়, কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজন করে বাংলাদেশ কারাতে ফেডারেশন। সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তি সোসাইটি। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকার টিম অংশ নেয়।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

তিনি বলেন, অনুষ্ঠানে নাচের সঙ্গে সাউন্ডবক্সে থিমসং বাজানো হচ্ছিল। ওই সংগীত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কথিত উন্নয়নের ফিরিস্তি নিয়ে রচিত। আমার কাছে মনে হয়েছে, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে ওই ঘটনা ঘটানো হতে পারে। তাই সঙ্গে সঙ্গে পাঁচজনকে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করবে। আসলে তাদের কী উদ্দেশ ছিল।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম