Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর চেষ্টা, এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেফতার

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম

ভারতে পালানোর চেষ্টা, এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের আনোয়ারা থানায় করা একাধিক মামলার আসামি সুজন কান্তি দে’কে (৪৫) গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতার সুজন কান্তি দে এস আলম গ্রুপের কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে দায়িত্বে ছিলেন। তিনি এস আলম গ্রুপে ২৩ বছর ধরে চাকরি করে আসছেন। 

তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সুজন কান্তি দে চট্টগ্রামের আনোয়ারা থানার মালঘর গ্রামের বাসিন্দা সনজিত কান্তি দে’র ছেলে। 

এদিকে ২২ অক্টোবর আখাউড়া দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের রাউজানের বিনাজুরি ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং তার মেয়ে জামাই সাংবাদিক নেতা প্রণব কান্তি বড়ুয়াকে আটক করেন আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। 


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম