Logo
Logo
×

সারাদেশ

সমন্বয়ক পরিচয়ে অপকর্ম নাগরপুরে মায়ের অভিযোগে ছেলে গ্রেফতার

Icon

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:২৩ পিএম

সমন্বয়ক পরিচয়ে অপকর্ম নাগরপুরে মায়ের অভিযোগে ছেলে  গ্রেফতার

নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনলের কথিত সমন্বয়ক মাহির ফয়সালকে (২৫) গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মাহিরের মা শামীমা আক্তারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মাহির এলাকার বাজে ছেলেদের সঙ্গে মিশে প্রায় সময় নেশা করে বাড়ি আসে। সমন্বয়কের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এ বিষয়ে মাহিরকে তার মা বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ২৪ অক্টোবর সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় মাহির বাড়ি গিয়ে তার মাকে বেদম মারধর করে। একপর্যায়ে মাহির দা দিয়ে তার মাকে তাড়া করে। শামীমা আক্তার ভয়ে দৌড়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন।

এ বিষয়ে মাহিরের মা ছেলের বিরুদ্ধে নাগরপুর থানায় অভিযোগ দেন। এদিকে মাহির ফয়সাল সমন্বয়ক পরিচয় দিয়ে নাগরপুর বাসস্ট্যান্ডের এক কলা ব্যবসায়ীর কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই ব্যবসায়ী শুভ মিয়াকে কুপিয়ে আহত করে।

এ বিষয়ে শুভর ভাই মো. সবুজ মিয়া থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মাহির ফয়সালকে আটক করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম