ধুনটে যমুনা থেকে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:০১ পিএম
বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণ বন্ধের দাবিতে নদীপারের ভান্ডারবাড়ি ও গোশাইবাড়ি ইউনিয়নের ভুক্তভোগীরা ফুঁসে উঠেছেন।
শুক্রবার সকালে তারা গোশাইবাড়ির সাতমাথা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এর আগে বৃহস্পতিবার তারা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, যমুনা নদীর ভাঙনকবলিত ভান্ডারবাড়ি ইউনিয়নের ৩৯নং চৌবেড় মৌজার ৩৬.৯৩ একর সম্পত্তি সরকারিভাবে বালুমহাল ঘোষণা করা হয়। এরপর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ২০ মে ৫০ লাখ ঘনফুট বালু উত্তোলনের জন্য দরপত্র আহবান করে।
ধুনট উপজেলা যুবলীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক গোশাইবাড়ি এলাকার বেলাল হোসেন ৫৫ লাখ টাকা ইজারা মূল্যে যমুনা নদীর চৌবেড় বালুমহাল ইজারা নেন। ১৪৩১ সালের ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত এক বছর ওই মহাল থেকে ৫০ লাখ ঘনফুট বালু উত্তোলনের সময় বেঁধে দেওয়া হয়।
ধুনট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগ নেতা বেলাল হোসেনের ইজারা নেওয়া বালুমহালে ভাগ বসান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী।
এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক, ধুনট উপজেলা যুবদলের আহবায়ক গোশাইবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জল, যুবদল নেতা আব্দুল হালিম, গোশাইবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম টগর প্রমুখ।