অভয়নগরে যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পিএম
যশোরের অভয়নগরে বৃহস্পতিবার রিকশাভ্যান চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুক্রবার থানায় মামলা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বাগদাহ গ্রামের শরিফ মলিকের মানসিক ভারসাম্যহীন ছেলে ইউসুফ মল্লিক (২০)। গ্রামের কিছু লোক বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে রিকশাভ্যান চুরির অভিযোগ আনে। তিনি অস্বীকার করলে গ্রামের ইদ্রিস খা’র বাড়ি সংলগ্ন দোকানের পাশে বাঁশের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দঁড়ি দিয়ে বেঁধে তাকে বেদম মারপিট করা হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গ্রামের আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ কয়েকজন ইউসুফকে মারধর করছে।
অভয়নগর থানার ওসি এমাদুল করিম জানান, এ ঘটনায় শুক্রবার থানায় মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।