Logo
Logo
×

সারাদেশ

শ্বশুর বাড়িতে ছাত্রদল নেতার মৃত্যু, কী ঘটেছিল?

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পিএম

শ্বশুর বাড়িতে ছাত্রদল নেতার মৃত্যু, কী ঘটেছিল?

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলমের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে কালিয়াকৈর উপজেলার মেদি এলাকার খালপাড় গ্রামের শ্বশুর বাড়িতে তার মৃত্যু হয়। 

মৃত জাহাঙ্গীর আলম উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রমজানে জাহাঙ্গীর আলমের সঙ্গে মামাতো বোন শিফা আক্তারের পারিবারিকভাবে বিয়ের কথা চলছিল। এর মধ্যে শিফা অন্য এক ছেলের সঙ্গে চলে যান। বাবা সালাহউদ্দিন মেয়েকে খুঁজে বাড়িতে নিয়ে আসেন। এর মধ্যে শিফা বাড়িতে একবার বিষপান করে। এরপরও ৩ মাস আগে জাহাঙ্গীর শিফাকে বিয়ে করেন এবং শ্বশুরবাড়িতে থাকেন। বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়িতে জাহাঙ্গীরের অস্বাভাবিক মৃত্যু হয়।

খবর পেয়ে জাহাঙ্গীরের পরিবারের লোকজন সালাউদ্দিনের বাড়িতে যান। তার নাক দিয়ে রক্ত ঝরছিল এবং তার মৃত্যু অস্বাভাবিক বলে পরিবারের দাবি। বিষয়টি পুলিশকে অবহিত করে জাহাঙ্গীরের পরিবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেন জাহাঙ্গীরের পরিবার।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম