
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম
সড়কের পাশ থেকে উদ্ধার লাশটি অটোরিক্সা চালকের

যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর )
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:৪২ পিএম

আরও পড়ুন
সাভার পৌর এলাকার জামসিং টেউটি এলাকার সড়কের পাশের ডোবা থেকে উদ্ধার করা লাশটি অটোরিক্সাচালক দুলাল মিয়ার বলে দাবি করেছে তার ছোট ভাই রাব্বি মিয়া। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
এর আগে বুধবার রাতে অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে সাভার মডেল থানায় গিয়ে মোবাইলে লাশের ছবি দেখে তিনি নিখোঁজ ভাইয়ের পরিচয় নিশ্চিত করেন। নিহত দুলাল মিয়া (৩৫) ভোলা জেলার লালমোহন থানার রমাগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি সাভারের আনন্দপুর এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
নিহতের ছোট ভাই রাব্বি মিয়া জানান, আমার ভাই আগে ব্যাবসা করতো। কিন্তু ব্যাবসায় লোকসান হওয়ায় বর্তমানে তিনি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত ১১ টার পর থেকে ভাই নিখোঁজ, তার মোবাইলও বন্ধ পাওয়া পায়। পরে রাত সাড়ে ১২ টার দিকে একজন তাকে জানায়, তার অটোরিক্সাটি জোড়পুল এলাকায় পড়ে আছে কিন্তু আমার ভাই নিখোঁজ এবং রিক্সার ব্যাটারিও নাই। আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করেও ভাইকে পাইনি।
পরবর্তীতে বুধবার দুপুরে জানতে পারি জামসিং এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এবং থানায় গিয়েও লাশ দেখতে পারিনি। পরে মোবাইলে লাশের ছবি দেখে ভাইকে সনাক্ত করেছি। আমরা ধারণা করছি ব্যাটারি চুরির জন্য ছিনতাইকারীরা তাকে হত্যা করে ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
এর আগে বুধবার দুপুরে স্থানীয়দের খবরে ভিত্তিতে সাভার পৌর এলাকার জামসিং টেউটি এলাকার সড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাত যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, নিহত দুলালের পরিবারের সদস্যরাই লাশ দেখে নিশ্চিত করেছেন। এ ঘটনায় তারা মামলা করেছেন এবং পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপর রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা ব্যাটারী চুরির জন্য অটোরিক্সা চালককে হত্যা করে ফেলে রেখে যায়।