পরিত্যক্ত অবস্থায় ৩৫২ রাউন্ড গুলি উদ্ধার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১১:০৬ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ৩৫২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ফতুল্লার ভোলাইল খেলার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় ২৮৯ রাউন্ড ২২ বোরের পিস্তলের গুলি ও ৬৩ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলিগুলো পুলিশের নয়।
ধারণা করা হচ্ছে- উদ্ধারকৃত গুলিগুলো গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শহরের চাষাঢ়ায় রাইফেলস ক্লাব থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির অংশবিশেষ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শহরের চাষাঢ়ায় অবস্থিত রাইফেলস ক্লাবে ঢুকে দুর্বৃত্তরা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় লাইফেলস ক্লাব থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।