Logo
Logo
×

সারাদেশ

ঘূর্ণিঝড় দানা: মির্জাগঞ্জে ৭ ঘর বিধ্বস্ত, আহত ৩

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৫৭ পিএম

ঘূর্ণিঝড় দানা: মির্জাগঞ্জে ৭ ঘর বিধ্বস্ত, আহত ৩

ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন হতে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এদিকে সাগর উত্তাল থাকার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সৈকতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে এবং সিপিপি স্বেচ্ছাসেবক টিমও কাজ করছে।

পায়রা সমুদ্র বন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং জেলার অদূরবর্তী চর ও দ্বীপ এলাকায় ২-৩ ফুটের জলোচ্ছ্বাসের সর্তকতা জারি করা হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় পটুয়াখালীতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা আগাম প্রস্তুতি হিসেবে জেলায় ৮২৯টি আশ্রয় কেন্দ্র, প্রায় নয় হাজার জন সিপিপি সদস্য ও পর্যাপ্ত মেডিকেল টিম, উদ্ধার কর্মী ও সংকেত প্রচারণায় প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, জেলায় শুকনো খাবারের জন্য ১৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা ও জিআর চাল ৮শ মেট্রিক টন চাল, শুকানো খাবার এক হাজার প্যাকেট, শিশু খাদ্য বাবদ পাঁচ লাখ ও গবাদিপশুর খাদ্য বাবদ পাঁচ লাখ টাকা মজুত আছে।

প্রয়োজনে সরকারের কাছ নগদ অর্থ এবং শুকনো খাবারের চাহিদা চাওয়া হয়েছে। এছাড়াও পর্যাপ্ত খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত আছে বলেও জানান তিনি।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় দানা


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম