পিপি ফয়েজকে প্রতিহত করার ঘোষণা দলীয় আইনজীবীদের
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগকে প্রত্যাখ্যান করে এবং তাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে আদালতপাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
অথচ নতুন নিয়োগকৃত পিপি অ্যাডভোকেট এটিএম ফয়েজ অতীতে ছাত্রলীগের রাজনীতির অগ্রভাগের নেতা থাকলেও বর্তমানে বিএনপির নেতা। কিন্তু পিপি হিসেবে তাকে নিয়োগ করায় ক্ষুব্ধ বিএনপিপন্থি আইনজীবীরা, নাখোশ জামায়াতও। তারা পৃথক পৃথক অবস্থান থেকে নিয়োগের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সামনে এবং খোদ পিপির কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট আব্দুল ফাত্তাহ তুহেল, অ্যাডভোকেট এজাজ উদ্দিন, অ্যাডভোকেট আনছারুজ্জামান, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট উবাদুর রহমান ফাহমি, অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকি, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, অ্যাডভোকেট তানভীর আক্তার খান, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজিব, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট লিয়াকত আলী, অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আব্দুল হাই রাজন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ, অ্যাডভোকেট তাজ রিহান জামান, অ্যাডভোকেট বদরুল আলম লিটন, অ্যাডভোকেট শামিম আহমদ, অ্যাডভোকেট হাবিব আহমদ, অ্যাডভোকেট মঞ্জুর এলাহী সামি, অ্যাডভোকেট আব্দুল হালিম রায়হান, অ্যাডভোকেট নাজমুল হুদা সাহান, অ্যাডভোকেট সাহেদ আহমদ, অ্যাডভোকেট খুরশেদ আলম, অ্যাডভোকেট গোলাম রসুল সুমেল, অ্যাডভোকেট মুমিনুল হক, অ্যাডভোকেট মোজাক্কির হোসেন, অ্যাডভোকেট নাছির উদ্দিন সাদিক, অ্যাডভোকেট রুহুল আমীন, অ্যাডভোকেট কামরুল আমিন, অ্যাডভোকেট কাজী সেবা আক্তার, অ্যাডভোকেট সাহেদ আহমদ, অ্যাডভোকেট জাবেদ আহমদ, অ্যাডভোকেট খায়রুল আমিন, অ্যাডভোকেট স্বপন আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট এটিএম ফয়েজকে প্রতিহত করা হবে। তার বিরুদ্ধে আদালতের আইনজীবীরা ক্ষিপ্ত। তাকে প্রতিহত করতে সব আইনজীবী ঐক্যবদ্ধ। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট এটিএম ফয়েজ একজন বহুরূপী ও বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে এলেও বিগত খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তার ভূমিকা ছিল রহস্যজনক। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে তিনি পিপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন এবং সংশ্লিষ্টদের ভুল বুঝিয়ে গুরুত্বপূর্ণ পদটি বাগিয়ে নেন।
এর আগে গত ২০ অক্টোবর সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের কক্ষে তালা দিয়েছিলেন আইনজীবীরা।