Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জ বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম

মানিকগঞ্জ বিএনপির অফিসে অগ্নিসংযোগ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার সন্দেহভাজন আসামি যুবলীগ নেতা আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আল আমিন বেতিলা-মিতরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মানিকগঞ্জ সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর থানা পুলিশ জানায়, সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট সকালে মানিকগঞ্জ শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগে ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এ ঘটনায় জেলা বিএনপির পক্ষে থেকে একটি দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর নামের সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া গ্রেফতারের বিষয়টি সত্যতা স্বীকার করে জানান,  আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম