Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে কোটি টাকার মোবাইল ফোনসেট চুরি

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩৯ পিএম

জয়পুরহাটে কোটি টাকার মোবাইল ফোনসেট চুরি

জয়পুরহাট শহরের ব্যস্ততম শহিদ ডা. আবুল কাশেম ময়দানের উত্তর গেটসংলগ্ন জাহানারা প্লাজা মার্কেটের মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের শোরুমে কোটি টাকার মোবাইল ফোনসেট চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ভোরে সংঘবদ্ধ চোরের দল শোরুম থেকে কোটি টাকার স্মার্টফোন চুরি করে পালানোর সময় স্থানীয়রা ওই সংঘবদ্ধ চোর দলের এক সদস্যকে আটক করে পুলিশে দেন। পুলিশ তাদের কাছ থেকে ৩টি ডেমোসহ ১৯৮টি মূল্যবান স্মার্টফোন উদ্ধার করলেও চোর চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

আটককৃতরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার টমটম ব্রিজ এলাকার মোহাম্মদ লাব্বীর হোসেনের ছেলে কবির হোসেন (৩৪) ও দেবিদার উপজেলার গাংগোনগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ রিপন (২৭)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই দিন ভোরে চোরের দল প্রথমে জাহানার প্লাজা মার্কেটের প্রধান ফটকের তালা কাটে। পরে মাহবুব ট্রেডার্সের কয়েকটি তালা কেটে শোরুম থেকে কোটি টাকার স্মার্টফোন চুরি করে ভোর ৬টার দিকে পালানোর সময় স্থানীয়রা ব্যাগসহ এক চোরকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে পার্শ্ববর্তী উপজেলা পাঁচবিবি থেকে মোবাইলসহ আরও একজনকে আটক করা হয়। পরে থানায় নিয়ে তাদের কাছ থেকে ১৯৮টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। 

মাহবুব ট্রেডার্সের মালিক মাহবুব হোসেন বলেন, তার শোরুম থেকে বেছে বেছে বিভিন্ন দামি কোম্পানির সবগুলো স্মার্ট ফোন চোরের দল চুরি করেছে। যাদের দুজন আটকও হয়েছে। আটককৃতদের কাছ থেকে পুলিশ ১৯৮টি স্মার্ট ফোন উদ্ধার করেছে। তবে এর বাইরে বেশ কিছু ফোন নিয়ে চোর চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেছে। এই মুহূর্তে ফোন চুরির সঠিক তথ্য জানা না গেলেও সিসিটিভির ফুটেজ দেখে মালামালসহ কোটি টাকা মূল্যের মোবাইল চুরি হয়েছে বলে প্রাথমিক ভাবে দাবি করেন তিনি। বর্তমানে তার শোরুম বন্ধ রয়েছে।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, মোবাইল ফোন চোর চক্রের ২ সদস্যকে আটক করে ৩টি ডেমোসহ ১৯৮টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম