Logo
Logo
×

সারাদেশ

সম্মুখযুদ্ধে একসঙ্গে শহিদ ১২ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম

সম্মুখযুদ্ধে একসঙ্গে শহিদ ১২ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২৪ অক্টোবর গাইবান্ধার সাঘাটা এলাকার এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে সাঘাটা উপজেলার ত্রিমোহনী ঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৬ ঘণ্টাব্যাপী সম্মুখযুদ্ধে শহিদ হন ১২ বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারাও ২৭ পাক সেনাকেও হত্যা করেন।

ওই দিন স্থানীয়দের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয় দলদলিয়া গ্রামে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাঘাটা উপজেলা শাখার আয়োজনে ১২ শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ২৪ অক্টোবর নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে প্রথমেই শহিদদের স্মরণ, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, শহিদ স্মৃতিস্তম্ভ ও শহিদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জেম আহম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মোফররফ হোসেন, গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এ স্মরণ সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনসহ অন্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম