ঘূর্ণিঝড় দানা, ঝুঁকিতে ভোলার ১১ চরের ৫৭ হাজার মানুষ
যুগান্তর প্রতিবেদক, ভোলা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভোলায় কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় এই বৃষ্টিপাত। জেলার সাত উপজেলায় এই বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও হালকা বাতাসও বইছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেতুলিয়ার নদীর পানি। স্বাভাবিকের চেয়ে বেড়েছে স্রোতের ঢেউ। তবে এখনো কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্যোগের ঝুঁকিতে রয়েছে ভোলা জেলার বিচ্ছিন্ন ১১টি চরের ৫৭ হাজার ৫৭২ জন মানুষ ও গবাদিপশু।
অন্যদিকে ঘূর্ণিঝড় দানা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন নদীর তীরবর্তী ও চরাঞ্চলের মানুষ। ঝড়ের প্রভাবের ওপর নির্ভর করে আশ্রয় কেন্দ্রে যাবেন বলে দাবি তাদের।
তবে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় ভোলার সাত উপজেলায় ৮৬৯টি সাইক্লোন শেল্টার, ১৪টি মাটির কিল্লা, ৯৮টি মেডিকেল টিম, ৮টি কন্ট্রোল রুম, ১৩ হাজার ৮৬০ জন সিপিপি সদস্য, নগদ ৯ লাখ ১৭ হাজার ৫শ টাকা, ৫৮৪ মেট্রিক টন চাল, শিশু খাদ্যে জন্য ৫ লাখ টাকা, ৩৫০ প্যাকেট শুকনো খাবার ও গো-খাদ্যের জন্য নগদ ৫ লাখ টাকা রয়েছে বলে জানান ভোলা জেলা প্রশাসক।