Logo
Logo
×

সারাদেশ

রাজনৈতিক রোষানলে এমপিওবঞ্চিত ৩৫০০ শিক্ষক

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৮:১৮ পিএম

রাজনৈতিক রোষানলে এমপিওবঞ্চিত ৩৫০০ শিক্ষক

বেসরকারি কলেজের সাড়ে তিন হাজার শিক্ষকের এমপিওভুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটি। বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় সাড়ে তিন হাজার নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষক রয়েছেন। রাজনৈতিক রোষানলের কারণে তাদের এমপিওভুক্ত করা হয়নি। কোনো বেতন-ভাতা না দিয়ে এমপিওবিহীন করে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। এর ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে তারা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা এই শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানান। সংগঠনের জেলা কমিটির সভাপতি সানোয়ার হোসেন মানববন্ধনে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক আলাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন- মেহেদি হাসান, অলিউল্লাহ রহমান অলি, কাজল কুমার মণ্ডল, জালাল হোসেন, সানোয়ার হোসেন, বাসার হোসেন প্রমুখ।

মানববন্ধনে রাজশাহীর ১১টি কলেজের নন-এমপিও শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা দাবি আদায়ে রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম