Logo
Logo
×

সারাদেশ

ভ্রাম্যমাণ কৃষকের হাট

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পিএম

ভ্রাম্যমাণ কৃষকের হাট

মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত পণ্য কিনে তা কৃষি বিভাগের মাধ্যমে সুলভমূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে ভ্রাম্যমাণ কৃষকের হাট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদসহ সরকারি কর্মকর্তারা।

এ সময় ইউএনও মাহফুজা জেরিন বলেন, কিছু পাইকারি ব্যবসায়ী কৃষকদের থেকে কেনা সবজিগুলো অতিরিক্ত মুনাফা করতে অনেক বেশি দামে বিক্রি করছে। এজন্য সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে সবজি পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি হাটবাজারে এ ভ্রাম্যমাণ সবজির হাটের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম