শেরপুরের নালিতাবাড়ীতে জেলের মাছ ধরার ফাঁদে (চাঁই) আটকা পড়ল অজগর সাপ। বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামের একটি বিলে এ অজগরটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, বাদলাকুড়া গ্রামে আরিফুল ইসলাম নামে এক যুবক মাছ ধরার জন্য বাড়ির পাশে বিলে চাঁই ফেলে রাখেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে চাঁই তুলে দেখতে পান এর ভেতরে একটি বিষধর সাপ রয়েছে। পরে সাপসহ চাঁই বাড়িতে নিয়ে এলে এলাকাবাসী সাপটি দেখার জন্য ভিড় জমান। অনেকে এটিকে বিষধর রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় স্থানীয়রা বনবিভাগকে খবর দিলে তাদের সদস্যরা এসে আটক সাপটি অজগর সাপ বলে শনাক্ত করলে স্থানীয়দের আতঙ্ক কেটে যায়। পরে সাপটি উদ্ধার করে নিয়ে যান বনবিভাগের লোকজন।
শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, এটি আসলে অজগর সাপের বাচ্চা। এসব এলাকায় মাঝে মাঝেই অজগর সাপের দেখা মিলে। কোথাও কোনো সাপ বা বন্যপ্রাণী ধরা পড়লে আমরা তা উদ্ধার করে তার উপযুক্ত পরিবেশে অবমুক্ত করি।
ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমরা যে সাপটি উদ্ধার করেছি সেটি রাসেলস ভাইপার নয়, এটি মূলত মেঘালয় পাহাড় থেকে ঢলের পানিতে ভেসে আসা একটি অজগর সাপের বাচ্চা। মানুষ এসব বন্যপ্রাণীদের হঠাৎ দেখে আতঙ্কিত হয়ে পড়েন বা আমাদের খবর দেন। আমরা এসব প্রাণীদের উদ্ধার করে এবং সেবা-শুশ্রূষা করে পুনরায় বনে ছেড়ে দেই।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অজগরটি স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় বৃহস্পতিবার বিকালে এলাকাবাসীর উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়েছে।