মহিলা দল নেত্রীর মামলায় ২ ইউপি মেম্বারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম
বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা সভাপতি সুরাইয়া জেরিন রনির মামলায় দুই ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাবতলী থানার পুলিশ।
বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন- বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের সদস্য উপজেলার চকবোচাই গ্রামের মৃত আজাহার আলী ফকিরের ছেলে আশরাফ আলী ফকির (৫৫), বালিয়াদীঘি ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কালাইহাটা গ্রামের আফজাল হোসেনের ছেলে আক্তারুজ্জামান দুলু (৫০) এবং নেপালতলী ইউনিয়নের কদমতলী তাইরপাড়া গ্রামে আবদুস সামাদের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা নিউটন (২৯)।
গাবতলী থানা পুলিশ জানায়, মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি সম্প্রতি তার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অন্যান্য ধারায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। বুধবার রাতে ওই মামলার এজাহারনামীয় তিন আসামিকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গাবতলী থানার এএসআই আবু তৈয়ব জানান, গ্রেফতার তিন আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।