Logo
Logo
×

সারাদেশ

বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টায় ৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম

বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টায় ৫ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর হাতিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মামলা করায় হাজী মোস্তফা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে বেধড়ক হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। তারা হলেন- হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. নজরুল ইসলাম, রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাস, একই এলাকার নোয়াব হোসেনের ছেলে মো. আমির হাসান, নজরুল ইসলামের স্ত্রী রুমা বেগম ও মৃত আনাজল হক ওরফে শামছুল হকের ছেলে মো. আলা উদ্দিন।

বুধবার বেলা ১১টায় রেহানিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন দরজায় এ হামলার ঘটনা ঘটে। বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মেয়ের জামায় নুরুদ্দিন দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হয়। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক, তাকে পঙ্গুতে রেফার করা হলেও বৈরী আবহাওয়ার কারণে হাতিয়া থেকে ঢাকায় আনা যাচ্ছে না।

হামলায় আহত হাজী মোস্তফা মিয়া (৬০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড রেহানিয়া গ্রামের মৃত হাজী ফয়েয আহমেদের ছেলে, অন্যজন তার মেয়ের জামাই মোহাম্মদ নুরুদ্দিন (৪০)।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিমান চন্দ্র আচার্য বলেন, মোস্তফা নামের এক বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ফোলা রয়েছে, হাতের হাড় ভেঙে গেছে, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। ঘূর্ণিঝড় দানার কারণে সব যোগাযোগ বন্ধ থাকায় তারা এখনো হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছেন।

হাতিয়া থানার ওসি তাওহীদ আনোয়ার বলেন, আমরা প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে লোক পাঠিয়েছিলাম কিন্তু ঘটনাস্থলে কাউকে পাইনি। এ ঘটনায় ৫ জনের নামে মামলা হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম