সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জুরুল হক ফরিদপুর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার বিকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার বিকালে আলফাডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমান মিয়া স্থানীয় বিএনপি নেতাদের প্রভাব খাটিয়ে হেলেঞ্চা বাজারের ব্যবসায়ী মঞ্জুরুল হকের সরকারি ইজারাভুক্ত একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জুরুল হক অভিযোগ করে বলেন, বোয়ালমারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমান মিয়া প্রভাব খাটিয়ে সরকারি জায়গাসহ দোকানটি দখলে নিতে তালা লাগিয়ে দেন। সে সময় বিষয়টি থানায় অভিযোগ জানালে আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে পুলিশকে সমাধান করতে বাধা দেয়। সরকার পরিবর্তনের পরেও অপর একটির চক্রের দ্বারা প্রভাব খাটিয়ে দোকানটি দখলে করে ইমান ও তার ভাই মানিক।
দোকানঘর ভেঙে দখল নেওয়ার অভিযোগ অস্বীকার করে বোয়ালমারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমান মিয়ার ভাই মানিক মিয়া বলেন, আমাদের পূর্বপুরুষের জায়গাটি খাস খতিয়ানে চলে গেছে। এ বিষয়ে মামলা চলমান; কিন্তু মঞ্জুরুল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে সালিশদাররা কাগজপত্র দেখে দোকানঘরটি আমাদের বুঝিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান পান্নু মিয়া বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ছিল। পরে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাসে আলফাডাঙ্গা বিএনপি কার্যালয়ে বসে উভয়পক্ষের জমির কাগজপত্র দেখা হয়। তারপর জমি মাপ দিয়ে দুজনকে বুঝিয়ে দেওয়া হয়। সালিশে আলফাডাঙ্গা বিএনপির বিভিন্ন নেতারা উপস্থিত থেকে সালিশ করে দিয়েছেন। সেখানে আমিও ছিলাম।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।