Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০২:৩২ পিএম

ধামরাইয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিরোধিতা করার অভিযোগে সাংবাদিক মো. রাজুর আহমেদ ও মনোয়ার হোসেন রুবেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রতিবাদে ধামরাইয়ে কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই পৌর শহরের থানা রোড বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। 

এনসময় বক্তারা বলেন, মামলার বাদী একজন বহিরাগত ব্যক্তি। তিনি এলাকার বাসিন্দা নন। তিনি টাঙ্গাইল সদর এলাকার একজন বাসিন্দা। বর্তমানে তিনি আশুলিয়া থানার নয়ারহাট নিরিবিলি এলাকায় করেন বলে মামলার বিবরণে উল্লেখ করলেও ওই এলাকায়ও পুলিশ তাকে খুঁজে বলে জানা গেছে। অথচ  সাংবাদিকদের হয়রানি ও নাজেহাল করার জন্য এ মামলাটি দায়ের করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

মানববন্ধন ও বিক্ষোভ শেষে সাংবাদিকরা ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম