ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপসহ গরু ডাকাতি
যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর)
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:০২ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কে পিকআপসহ ৫টি গরু ডাকাতির অভিযোগ উঠেছে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
বুধবার (২৩ অক্টোবর) রাতে সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী পিকআপ চালক খাইরুল সাভার মডেল থানায় একটি ডাকাতির অভিযোগ করেন। এর আগে বুধবার ভোর রাত ৪ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসি'র সামনে এ ডাকাতির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাপাইনবাবগঞ্জ থেকে ৫টি গরু লোড করে ড্রাইভারসহ চারজন একটি পিকআপে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। ভোররাত ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বিপিএটিসি’র সামনে পৌঁছালে অপর একটি পিকআপ গাড়ি এসে গরুর পিকআপটির গতিরোধ করে। পরে ওই ডাকাতদের পিকআপ গাড়ি থেকে ১০-১৫ জন নেমে গরুর পিকআপের চালককে জিম্মি করে পিকআপ ও গরু ডাকাতি করে নিয়ে যায়।
গরু নিয়ে আসা পিকআপ ড্রাইভার খাইরুল বলেন, আমি গরু বোঝাই পিকআপ নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলাম। এ সময় পথে ডাকাতরা পিকআপসহ গরু নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ১৫ লাখ টাকার গরু এবং পিকআপের মূল্য প্রায় ৫০ লাখ হবে।
সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ডাকাতির অভিযোগ জেনেছি। পিআপ চালক একটি লিখিত এজহার দেওয়ার পর বিষয়টি তদন্ত করে মামলা গ্রহণ করা হবে। আসামিদের সনাক্ত করে পিকআপভ্যান উদ্ধার ও দোষীদের গ্রেফতার করা হবে।